লকডাউনে সাইফুজ্জামানের মানবিক উদ্যোগ "করোনভাইরাস প্যান্ডেমিক রেসপন্স টিম - বাংলাদেশ"
- by নিউজ ডেস্ক
- December 27, 2020
- 3770 views
সাইফুজ্জামান ২০২০-এর লকডাউনের শুরুতেই "করোনভাইরাস প্যান্ডেমিক রেসপন্স টিম - বাংলাদেশ" নামে একটি ফেইসবুক গ্রুপ ও পেইজের মাধ্যমেও তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন যা দুস্থদের সাহায্যার্থে ইচ্ছুক ও সামর্থ্যবান মানুষদের একত্রিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
২০১৯ এর শেষভাগে চীনের উহান শহরে উৎপত্তি হওয়ার পর, করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ২০২০ এর প্রথমভাগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। মহামারীর দাপটে থমকে যাওয়া জনজীবনে তখন থেকেই বিপর্যয়ের শুরু।
মানবিক দায়িত্ববোধ থেকেই নিম্ন আয়ের মানুষ এবং ভাসমান লোকজনদের পাশে দাড়িয়েছেন অনেকেই- একক বা যৌথভাবে এবং সাংগঠনিক পর্যায়ে। করোনাকালে যখন গোটা বিশ্বের মানুষ আত্মকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে, সে সময় অধিকাংশ তরুণ সেবা পৌঁছে দিচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে।
তেমনই একজন তরুণ সংস্কৃতি ও তথ্য-প্রযুক্তিকর্মী সাইফুজ্জামান, কাজ করেন একটি বেসরকারী প্রতিষ্ঠানে। তিনি বিভিন্ন সময়ে কখনও এককভাবে আবার কখনো কর্মস্থলের সহকর্মী, সাবেক সহকর্মী, বন্ধুদের নিয়ে পাশে দাঁড়িয়েছেন। এছাড়া লকডাউনের শুরুতেই ফেইসবুকে করোনভাইরাস প্যান্ডেমিক রেসপন্স টিম - বাংলাদেশ নামে একটি গ্রুপ ও পেইজের মাধ্যমেও তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন যা দুস্থদের সাহায্যার্থে ইচ্ছুক ও সামর্থ্যবান মানুষদের একত্রিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এ পর্যন্ত তার উদ্যোগে ঢাকার কালাচাঁদপুর, খিলক্ষেত, মিরপুর, পল্লবী ও ঢাকার অদূরে নবাবগঞ্জ উপজেলায় আনুমানিক প্রায় ৫,০০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। চাল, ডাল, তেল, লবণ সহ একেকটি প্যাকেটে ছিল ৪ জনের একটি পরিবারের একমাসের বাজার। এছাড়া রিকশাচালকদের জন্য বিভিন্ন সময়ে ৩,০০০ মাস্ক বিতরণ ও রান্নাকরা খাবার সরবরাহ করা হয়েছে। এতে করে বিশেষ করে লকডাউনের সময় যখন সব বন্ধ তখন পথে পথে ঘুরে বেড়ানো মানুষজন পেয়েছেন জীবন বাঁচানোর অবলম্বন।
এই কর্মসূচি ছাড়াও সাইফুজ্জামান ব্যক্তিগত উদ্যোগে জরুরী সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যাংকার, সাংবাদিক ও নিরাপত্তা কাজে নিয়োজিতের জন্য উন্নতমানের মাস্ক ও পিপিই প্রদান করেন। তারা ছাড়াও তিনি করোনা ভাইরাস বিষয়ক বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ ও সেমিনারে অংশ নেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত সরকারের বৃত্তিতে ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশন (আইসিসিআর) এর মাধ্যমে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস), রায়পুর, ছত্তিসগড়, ভারত থেকে করোনা ভাইরাস বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। সাইফুজ্জামান সোস্যাল মিডিয়ার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে নানা ধরণের সচেতনা তৈরিতেও উল্লেখযোগ্য ভুমিকা রেখে চলেছেন। তার এই প্রচেষ্টা তরুণদের মাঝে মোটিভেশন বা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।