যেসব দেশে ২৩ ঘণ্টা রোজা পালিত হবে

  • by
  • April 16, 2021
  • 268 views

 বিশ্বের মুসলিমদের টানা দুই বছর বিশেষ এক পরিস্থিতিতে পবিত্র রমজান মাস পালন করতে হবে। করোনাভাইরাস মহামারির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে রোজার সময়ে ভিন্নতা দেখা যায়।

উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোতে সাধারণত রোজার সময় দীর্ঘ হয়। আবার দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময় অপেক্ষা কম দীর্ঘ হয়।

চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে ফিনল্যান্ডের মুসলিমদের। সেখানে এ বছর রোজার সময় ২৩ ঘণ্টা ৫ মিনিট। নরওয়ে ও সুইডেনের মতো অন্য স্ক্যাডানেভিয়ান দেশেও এই দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে।

অস্ট্রেলিয়ার মুসলিমদের এ বছর ১১ ঘণ্টা ৫৯ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে। আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো আরব দেশগুলোতে রোজার প্রথম দিন হবে ১৪ ঘণ্টা ৩৯ মিনিটের। আর শেষ রোজার সময় হবে ১৫ ঘণ্টা ৫০ মিনিট।

এ বছর মক্কায় প্রথম রোজার দৈর্ঘ্য হবে ১৩ ঘণ্টা ৫১ মিনিট। আর শেষ রোজার সময়কাল হবে ১৪ ঘণ্টা ৭ মিনিট।

এদিকে বাংলাদেশে আগামীকাল চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। বাংলাদেশের আকাশে নতুন চাঁদ দেখা গেলে বুধবার শুরু হবে পবিত্র রমজান মাস। সেক্ষেত্রে প্রথম রোজা হবে ১৪ ঘণ্টা ৮ মিনিটের। সূত্রঃ আরটিভি। সম্পাদনা র/ভূঁ। ম ১৬০৪/০৩

Related Articles