সর্বাত্মক লকডাউনের মধ্যেও ব্যাংক খোলা থাকবে ১টা পর্যন্ত
- by
- April 15, 2021
- 382 views
সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউনের’ মধ্যেও আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে সব ব্যাংক খোলা থাকছে। এসব ব্যাংকে লেনদেন চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে আড়াইটা পর্যন্ত।
গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। ওই দিনই জারি করা কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলার বলা হয়, সর্বাত্মক লকডাউনে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সিটি করপোরেশন এলাকায় ব্যাংকের প্রতিটি শাখা একদিন পরপর খোলা থাকবে। অর্থাৎ শাখাগুলো একদিন বন্ধ থাকলে পরের দিন খোলা থাকবে। এই নিয়মে চলবে উপজেলা পর্যায়ের শাখাতেও। জেলা পর্যায়ে সদর শাখা খোলা থাকবে। আর বৈদেশিক বাণিজ্য শাখাগুলো খোলা থাকবে নিয়মিত। সূত্রঃ সময়টিভি। সম্পাদনা র/ভূঁ। ম ১৫০৪/০২

