বুধবার ভার্চুয়াল শুনানিতে জামিন পেলেন ১৪২২ কারাবন্দি

  • by
  • April 29, 2021
  • 238 views

করোনা সংক্রমণরোধে সরকারঘোষিত লকডাউনের মধ্যে সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে গতকাল বুধবার (২৮ এপ্রিল) এক হাজার ৪২২ জন কারাবন্দিকে জামিন দেওয়া হয়েছে।

এ নিয়ে ১২ কার্যদিবসে জামিন পেলেন মোট ২১ হাজার ৪৬১ হাজতি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ  বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে এসব তথ্য জানিয়েছেন।

সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণরোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এর মধ্যে বুধবার ভার্চুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে দুই হাজার ৭৩৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এতে জামিনে কারামুক্ত হন এক হাজার ৪২২ জন অভিযুক্ত ব্যক্তি।

এছাড়া মোট ১২ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২৬৯ জন বলে জানান সাইফুর রহমান। সূত্রঃ কালেরকন্ঠ। সম্পাদনা ম/হ। ২৯০৪/০২

Related Articles