উপহারের টিকাতেও শর্ত!

  • by
  • May 6, 2021
  • 243 views

করোনাভাইরাসের প্রতিষেধক চীনা টিকা পেতে সরকারকে বেশ কিছু শর্ত পূরণ করতে হচ্ছে। শর্তগুলো অস্বাভাবিক হলেও তা পূরণ করে সংকটকালে টিকা পেতে চাইছে সরকার। এ টিকা আনতে ১১ মে বিমান পাঠাবে সরকার। পরদিন ওই টিকা নিয়ে দেশে আসবে।

উপহার হিসেবে চীন সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেবে। বেশ কিছুদিন ধরে বিভিন্ন পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছিল। কিন্তু এ টিকা দিতে চীন দুটি শর্তারোপ করেছে। এক. উপহারের টিকা বাংলাদেশকে নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। এ জন্য বাংলাদেশকে বিমান পাঠাতে হবে। দুই. ওই টিকা প্রথমে বাংলাদেশে সরকারি বিভিন্ন প্রকল্প ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চীনের নাগরিকদের বিনামূল্যে আগে দিতে হবে। এরপর বাংলাদেশের নাগরিকদের মধ্যে টিকা বিতরণ করা যাবে। চীনের শর্ত পূরণ করেই উপহারের এ টিকা আনতে যাচ্ছে সরকার।

রাশিয়ার টিকা পেতেও সরকারকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। রাশিয়ার ওই শর্তের জবাবে কাগজপত্র তৈরি করা হচ্ছে। কাগজপত্র চূড়ান্ত করে আজ বৃহস্পতিবার তা ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসে পাঠানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা সমকালকে বলেন, চীনের দুটি শর্ত হাস্যকর। কারণ, তাদের উপহারের টিকা বিমান ভাড়া দিয়ে বাংলাদেশকে আনতে হবে। আবার তাদের নাগরিকদের আগে বিতরণ করতে হবে। কয়েক হাজার চীনের নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। সুতরাং টিকার একটি বড় অংশ তাদের মধ্যে বিতরণ করতে হবে। এরপর অবশিষ্ট টিকা বাংলাদেশের মানুষের মধ্যে বিতরণ করা যাবে। এই টিকা আনতে বিমান ভাড়া বাবদ যে ব্যয় হবে, তা চীনা টিকা কেনার চেয়ে বেশি হতে পারে বলে মনে করেন ওই কর্মকর্তা।

স্বাস্থ্য বিভাগের অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সবকিছু বিবেচনা করে দেখা যাচ্ছে, চীনের উপহারের টিকা আনতে আমাদের আর্থিক লোকসান হবে। এরপরও সরকার নিরুপায়।

কারণ, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। সেরামের বাইরে বিকল্প উৎস চীন ও রাশিয়া। এই দুটি দেশের টিকা সংরক্ষণের সুবিধা দেশে রয়েছে এবং অন্যান্য টিকার চেয়ে পাওয়াও সহজ হবে। এ কারণে রাশিয়া ও চীনের টিকা নেওয়া হচ্ছে। সূত্রঃ সমকাল। সম্পাদনা ম\হ। না ০৬০৫\০২

Related Articles