৪২তম বিসিএসের পরীক্ষার সূচি প্রকাশ
- by
- May 6, 2021
- 360 views
আগামী ২৩ মে থেকে শুরু হতে যাচ্ছে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা। বুধবার (০৫ মে) পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকারপত্রটি ডাউনলোড করতে পারবেন। সূত্রঃ ইত্তেফাক। সম্পাদনা ম/হ। ০৬০৫/০৩

